Message From The Chairman
শতবর্ষ প্রাচীন ও ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সেন্ট্রাল হাই স্কুল। ১৯১৯ সনে প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়টি ইতিহাসের বাঁধ পেরিয়ে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিবিম্বিত হয়ে সম্মুখপানে এগিয়ে চলছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড অত্র প্রতিষ্ঠানের বহুমূখী কর্মশৈলীকের স্বীকৃতি দিয়ে এই প্রতিষ্ঠানটিকে ছেলেদের জন্য দিবা শাখার পাশাপাশি মেয়েদের জন্য প্রভাতী শাখার স্বীকৃতি দিয়ে সকলের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করছে। লিখা পড়া, সহপাঠ্যক্রম, ক্রীড়া ও খেলাধুলাসহ বহুমূখী সৃজনশীল কর্মকান্ডের ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি রাখে মর্মে আমরা বিশ্বাস করি। স্কুলে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা বর্তমানে প্রায় ৩৫০০ জন। অভিজ্ঞ ও প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষামন্ত্রণালয় এবং এনসিটিবি নির্দেশিত নিয়ম অনুসরণ করে শিক্ষাদানসহ সকল কার্যক্রম পরিচালনা করছে। শ্রেণি কক্ষে শিক্ষাদানের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাগণ ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন ও দেখবাল করছেন। এমনকি শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের বাড়ী পরিদর্শন করে থাকেন। প্রতি দু’মাস অন্তর শিক্ষক-অভিভাবক সমাবেশ আহবান করে সকল কর্মকান্ড আলোচিত হয় ও পারস্পরিক ভাব আদান-প্রদানের মাধ্যমে শৃংখলাবোধ ও নিয়মানুবর্তিতা সম্পর্কে সকলকে অবহিত করা হয়। শিক্ষার মান উন্নয়ন এবং মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে উজ্জীবিত করা হয়ে থাকে। নির্দেশিত ছকে সকল প্রয়োজনীয় তথ্যাবলী সদয় বিবেচনার জন্য এতদসঙ্গে সংযোজন করা গেল। বিন¤্র শ্রদ্ধা সহকারে উল্লেখ করা যাচ্ছে যে, স্কুল ম্যানেজিং কমিটি সকল কাজ তদারকি করেন ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। বিনীত আবেদন, শত বৎসরের প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ফেনী সদর উপজেলার সর্বশ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করে সৃষ্টিশীল মননে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে সদয় মর্জি হয়।
 
 

Total Visitor: 582786

© ALL RIGHTS AND RESERVED FENI CENTRAL HIGH SCHOOL.
DESIGN AND DEVELOPMENT BY My Web Solution